বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল‍্য মন্দিরনগরী এলাকায়

19th March 2021 8:35 am বাঁকুড়া
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল‍্য মন্দিরনগরী এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  পোষ্টার বিতর্কে ফের সরগরম বিষ্ণুপুরের রাজনৈতিক ময়দান। বিজেপি প্রার্থী তন্ময় ঘোষকে নিয়ে লেখা পোস্টারে ভরল বিষ্ণুপুরের একাংশ। তৃণমূল এটিকে বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বিধানসভা ভোটের আগে বেশ কয়েকবার পোষ্টার কেলেঙ্কারিতে মেতে উঠেছিল রাজ্য রাজনীতি। শুভেন্দু থেকে রাজীব, সবার নামেই ছিল পোস্টারের ছয়লাপ। এবার এই পোষ্টার কাণ্ডের জল গড়িয়ে এল বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরে। বিষ্ণুপুর শহরের একাংশে দেখা গেল সেখানের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষকে ব্যঙ্গ ও কটাক্ষ করে পোষ্টার দেওয়ালে দেওয়ালে। বেআইনি মদের ঠেক থেকে শুরু করে বেআইনি চাল কেনা বেচার কথা উল্লেখ রয়েছে পোস্টারে। আর এর জেরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক ময়দানে। এদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ বলে কটাক্ষ করেন তৃণমূলের ব্লক সভাপতি জয়মাল্য কর । 

যদিও তৃণমূলের তোলা এই যুক্তিকে রীতিমতো উড়িয়ে দিয়ে সরাসরি তৃণমূলকেই এই ঘটনার জন্য দায়ী অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।